সাতসকালে লাইনচ্যুত লোকাল ট্রেন, তীব্র আতঙ্ক

ফের লাইনচ্যুত হল লোকাল ট্রেন। ফের প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা।

author-image
SWETA MITRA
New Update
train.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সাত সকালে দেশে লোকাল ট্রেন লাইনচ্যুত (Train Derailed) হয়ে গেল। ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আজ মুম্বইয়ের (Mumbai) অম্বরনাথ রেলস্টেশনে ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিটের (EMU) একটি খালি রেক লাইনচ্যুত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এহেন ঘটনার জেরে কল্যাণ থেকে কারজাতের মধ্যে ডাউন ট্র্যাফিক প্রভাবিত হবে বলে জানিয়েছে মধ্য রেলওয়ের সিপিআরও।