অমরযাত্রা এবার কতটা সুরক্ষিত! পরিস্থিতি পর্যালোচনা করলেন লেফটেন্যান্ট গভর্নর

অমরযাত্রার আগে যাত্রীদের জন্য নেওয়া ব্যবস্থা পর্যালোচনা করলেন লেফটেন্যান্ট গভর্নর।

author-image
Tamalika Chakraborty
New Update
jammu and kashmir LT governor

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ২০২৫ সালের অমরনাথ যাত্রার আগে যাত্রীদের জন্য চলমান ব্যবস্থা পর্যালোচনা করতে শ্রীনগরের ট্রানজিট ক্যাম্প পান্থা চক পরিদর্শন করেছেন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের মতে  এই বছর যাত্রা ৩ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে অমরনাথ যাত্রা।
amarnath yatra.jpg