দেশবিরোধী তকমা নয়, গণতন্ত্র চাই—কেন্দ্রকে চ্যালেঞ্জ লাদাখ নেতাদের

বিচারের দাবিতে ফুঁসছেন লাদাখের নেতারা।

author-image
Tamalika Chakraborty
New Update
ladakh


নিজস্ব সংবাদদাতা: লাদাখে উত্তেজনা আরও বাড়ল। সোমবার লেহ এপেক্স বডি (LAB) জানিয়ে দিল, তারা আর কেন্দ্রের সঙ্গে নির্ধারিত আলোচনায় বসবে না। কারণ তাদের প্রধান দাবি—২৪ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহত ও প্রায় ৯০ জন আহত হওয়ার ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত।

আগামী ৬ অক্টোবর কেন্দ্র ও লাদাখ প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। সেই আলোচনায় লেহ এপেক্স বডির পাশাপাশি কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর নেতারাও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আজকের ঘোষণার পর স্পষ্ট, এই বৈঠক নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

LAB ও KDA দীর্ঘদিন ধরে লাদাখের রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের সাংবিধানিক সুরক্ষা-র দাবিতে আন্দোলন করছে। তারা অভিযোগ করেছে, কেন্দ্র সরকার লাদাখি প্রতিবাদীদের “দেশবিরোধী” ও “পাকিস্তানের হাতিয়ার” বলে অপমান করেছে। সেই জন্য তারা কেন্দ্রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে।

ladakh situation

গত সপ্তাহে লেহ-তে যে আন্দোলন শুরু হয়েছিল, তাতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ—“গণতান্ত্রিক দেশে এইভাবে গুলি চালিয়ে মানুষকে আহত করা যায় না। এর জবাবদিহি চাই। এটাই প্রমাণ করে, কেন লাদাখের জন্য গণতন্ত্র ও সাংবিধানিক সুরক্ষা জরুরি।”

কারগিল নেতা সাজ্জাদ কারগিলি বলেন, “যেভাবে গুলি চালানো হয়েছে, বহু মানুষ আহত হয়েছে—এর জবাবদিহি না হলে গণতন্ত্রের অর্থই হারিয়ে যাবে। তাই আমরা নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত চাই।”