/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের পাটনায় ফের রক্তাক্ত হামলা! বৃহস্পতিবার দুপুরে সুলতানপুর থানা এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হল ৫৮ বছরের এক ব্যক্তিকে। মৃতের নাম জিতেন্দ্র কুমার মাহতো। জানা গিয়েছে, তিনি পেশায় আইনজীবী ছিলেন, তবে গত দু’বছর ধরে আর কোর্টে যাওয়া হচ্ছিল না তাঁর।
পাটনা (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, “জিতেন্দ্র মাহতো নামে এক ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করেছে। তিনি প্রতিদিনের মতো এদিনও চা খেতে গিয়েছিলেন। ফিরে আসার সময় তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।”
ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি গুলির খোল উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি। তাঁর কথায়, “সব দিক থেকেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, সম্পত্তি সংক্রান্ত বিবাদ, বা অপরাধমূলক যোগসূত্র— সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
মৃত জিতেন্দ্র মাহতোর পরিবার পুলিশকে জানায়, তিনি প্রতিদিন ওই এলাকাতেই চা খেতে যেতেন। বৃহস্পতিবারও নিয়মমতো গিয়েছিলেন, কিন্তু ফিরে আর আসা হল না। পাটনা শহরের বুকে দিনদুপুরে এই ধরনের ঘটনা ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।
প্রসঙ্গত, বিহারে গত ২৪ ঘণ্টায় এটি চতুর্থ গুলিচালনার ঘটনা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us