/anm-bengali/media/media_files/PkIsHldai2fM3pNpMPAj.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আফতাব পুনওয়ালাকে লরেন্স বিষ্ণোইয়ের দল খুন করার পরিকল্পনা করেছিল। তাদের খুন করার তালিকায় একেবারে ওপরের দিকে ছিল আফতাব পুনওয়ালার নাম বলে জানা গিয়েছে। বর্তমানে আফতাব পুনওয়ালা তিহাড় জেলে বন্দি। তাঁকে কেন খুন করার পরিকল্পনা লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়েছিল, তা এখনও জানা যায়নি বলে গোয়েন্দারা জানিয়েছিল।
/anm-bengali/media/media_files/g8ypes2Z1yzTTLbhqWXA.jpg)
শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর লিভ ইন পার্টনার। তারপর তার দেহ টুকরো টুকরো দিল্লির নিকটবর্তী জঙ্গলে ফেলে আসে। ঘটনাটা যখন প্রকাশ্যে আসে, সারা দেশ শিউরে উঠেছিল। আতঙ্কে কেঁপে উঠেছিল। জানা যায় অভিযুক্ত একটি ওয়েবসিরিজ থেকে এইভাবে খুন করার পরিকল্পনা করেছিল।
BIG BREAKING NEWS 🚨 Aftab Poonawala, accused In Shraddha Walkar Murder Case is on hitlist of Lawrence Bishnoi as per reports.
— Times Algebra (@TimesAlgebraIND) November 14, 2024
In May 2022, a young woman from Vasai, Shraddha Walkar, was mur*dered and ch*ped by her boyfriend, Aftab, in Delhi.
Aftab is currently lodged in… pic.twitter.com/JV4qsEHwuQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us