নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এই জঙ্গি হামলার পরেই ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। সকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই হয়। সেখানে লস্কর-ই-তইবার কমান্ডার আলতাফ লালি নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)