Caste Census: বিজেপি, আরএসএস!এবার রাজনীতির খেলা বদলে দিল আরজেডি প্রধান

কেন্দ্রের হলফনামা নিয়ে এবার বিজেপি ও আরএসএসকে আক্রমণ করলেন লালু প্রসাদ যাদব।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জাতিগত আদমশুমারি সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এই হলফনামায় প্রতিক্রিয়া জানিয়েছেন। লালু প্রসাদ যাদব কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে বিজেপি কোনও অবস্থাতেই দেশে জাতিগত আদমশুমারি করতে চায় না।

আরজেডি প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বলেন, "বিজেপি এবং আরএসএস এটি (জাতিগত আদমশুমারি) চায় না। বিহারে জাতিগত আদমশুমারির জরিপ শেষ হয়েছে।"