আম্বেদকরের ছবি পায়ের কাছে! জন্মদিনে লালু যাদবের 'অপমান', উত্তাল রাজনীতি

ড. বি. আর. আম্বেদকরকে অপমান করার অভিযোগ লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
lalu

নিজস্ব সংবাদদাতা: নতুন করে বিতর্কের শিরোনামে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সম্প্রতি তাঁর ৭৮তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও  ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সংবিধান রচয়িতা ড. বি. আর. আম্বেদকরের একটি ছবি মাটিতে রাখা — একেবারে লালু প্রসাদ যাদবের পায়ের কাছে। এই ঘটনায় বিজেপি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

এই ঘটনার পর রাজ্যে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। নানা রাজনৈতিক দল ও দলিত অধিকারকর্মীরা এই ঘটনার নিন্দা করেন। এমন পরিস্থিতিতে রবিবার বিহার রাজ্য তফসিলি জাতি কমিশন লালু যাদবকে নোটিশ পাঠায়। কমিশনের সহ-সভাপতি দেবেন্দ্র কুমার এই নোটিশে লালু যাদবকে ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলেন। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না এলে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

বিজেপি এই ঘটনার কড়া সমালোচনা করে। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা বলেন, “এই ভিডিও প্রমাণ করে আরজেডি কখনোই সংবিধান এবং দলিত চিন্তাভাবনাকে সম্মান করে না। ওদের মানসিকতা অসাংবিধানিক।”

lalu

 রাজনৈতিক মহলে এই ইস্যুতে বিতর্ক তীব্র হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ঘটনা ইচ্ছাকৃত না ভুলবশত? তবে যেভাবেই হোক, ড. আম্বেদকরের মতো একজন মহান ব্যক্তিত্বের প্রতিকৃতিকে এভাবে অবমাননা করা যায় না বলে মন্তব্য করেছেন বহু বিশিষ্টজন।

এখন দেখার বিষয়, এই ঘটনার জবাবে লালু প্রসাদ যাদব কী ব্যাখ্যা দেন এবং কমিশনের সামনে তিনি কী যুক্তি তুলে ধরেন।