ছেলের চরিত্রে লজ্জিত বাবা! তেজ প্রতাপকে দল ও পরিবার থেকে তাড়ালেন লালু

লালু প্রসাদ যাদবের তেজ প্রতাপ যাদবকে আরজেডি ও পরিবার থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তকে স্বাগত জাানিয়েছেন তেজস্বী যাদব।

author-image
Tamalika Chakraborty
New Update
tej pratap yadav

নিজস্ব সংবাদদাতা: আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল)-র প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল ও পরিবার থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন। এই সিদ্ধান্ত কার্যত একঘরে করে দিয়েছে তেজ প্রতাপকে । পরিবারের অন্য সদস্যরাও এই সিদ্ধান্তে লালুর পাশে দাঁড়িয়েছেন। ভাই তেজস্বী যাদব ও বোন রোহিনী আচার্য যাদবও জানিয়েছেন, তেজ প্রতাপ ‘সীমা ছাড়িয়েছেন’।

lalu prasad yadav

ঘটনার সূত্রপাত একটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্ট থেকে। তেজ প্রতাপের ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়, তিনি গত ১২ বছর ধরে অনুস্কা যাদব নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলা হয় এবং তেজ প্রতাপ দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, এবং ছবি এডিট করে তাঁর ও পরিবারের বদনাম করা হচ্ছে। তবে তার আগেই লালু প্রসাদ যাদব ছয় বছরের জন্য তেজ প্রতাপ যাদব ছয় বছরের জন্য দল ও পরিবার থেকে বহিষ্কার করেছেন।