লেহ শহরে সহিংসতা ও রক্তপাতের পর অনির্দিষ্ট কারফিউ, পর্যটক আটকে ব্যবসা ধ্বংসের পথে

লেহ শহরে কারফিউয়ের জেরে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক।

author-image
Tamalika Chakraborty
New Update
ladakh s

নিজস্ব সংবাদদাতা: লাদাখের পর্যটন শিল্প, যা এপ্রিল মাসে পাহেলগামের জঙ্গি হামলার পর থেকেই ধুঁকছিল, নতুন করে বড় ধাক্কা খেল। গত সপ্তাহে লেহ শহরে সহিংসতা ও অনির্দিষ্টকালের কারফিউ জারির কারণে পুরো অঞ্চলে সংকট আরও গভীর হয়েছে।

২৪শে সেপ্টেম্বর লেহ এপেক্স বডির এক সহযোগী সংগঠন কর্তৃক ডাকা বনধ চলাকালীন ব্যাপক সংঘর্ষ বাঁধে। রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শহর। এই সহিংসতায় অন্তত ৪ জন প্রাণ হারান এবং ১৫০ জনের বেশি আহত হন।

ladakh

তারপর থেকেই লেহ শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি রয়েছে। সোমবার পর্যন্ত টানা ছয় দিন ধরে এই কারফিউ কার্যকর ছিল, যদিও শনিবার মাত্র চার ঘণ্টার জন্য শিথিল করা হয়েছিল। এর ফলে হাজার হাজার পর্যটক শহরে আটকা পড়েছেন। বুকিং বাতিল হচ্ছে, হোটেল ও গাড়ি ভাড়া ব্যবসা প্রায় ভেঙে পড়ার পথে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা। ফলে স্থানীয় মানুষ থেকে শুরু করে আটকে পড়া পর্যটক— সবাই মারাত্মক সমস্যায় পড়েছেন।