শ্রমিক পরিবারের মুখে হাসি—দিল্লি শ্রম মন্ত্রকের দীপাবলির নতুন ছোঁয়া

দিল্লির শ্রম মন্ত্রক এই প্রথম নির্মাণ শ্রমিকদের সঙ্গে দীপাবলি উদযাপন করল, নির্মাণস্থলে উপহার, পরিবেশবান্ধব আতশবাজি ও নাটকের মধ্য দিয়ে ঘটে গেল শ্রমিক-পরিবারের উৎসব।

author-image
Tamalika Chakraborty
New Update
labour minister a

নিজস্ব সংবাদদাতা: দিল্লির শ্রমমন্ত্রী কপিল মিশ্র জানালেন, এবারের দীপাবলি শ্রমিকদের সঙ্গে নির্মাণস্থলে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রম মন্ত্রক ও শ্রম বিভাগ। সকাল থেকেই শহরের নানা নির্মাণ সাইটে শ্রমিক, তাঁদের পরিবার ও স্থানীয় কর্মচারীদের সঙ্গে দীপাবলির রঙ ছড়িয়েছে এই অভূতপূর্ব উদ্যোগ। শ্রম মন্ত্রক প্রতিষ্ঠার পর এই প্রথমবার এমন বড় উৎসব শ্রমিকদের জন্য। অনুষ্ঠানে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে দীপাবলি উপহারের প্যাকেট, শিশুদের জন্য আয়োজন হয়েছে নাটক ও পরিবেশবান্ধব আতশবাজি। শহরের বিভিন্ন প্রকল্পে কর্মরত বহু শ্রমিক তাঁদের নির্মাণস্থলেই নিজের সমাজের সঙ্গে উৎসব ভাগ করে নিয়েছেন। মন্ত্রীর মতে, এই উদ্যোগ ভবিষ্যতে নিয়মিত চালু থাকবে, যাতে সমাজের নীচুস্তরের কর্মী ও তাঁদের পরিবার উৎসবে পাশে থাকার অনুভূতি পান।

diwali qqqq