সংসদ হামলায় যোগ বিজেপি সাংসদের! বিস্ফোরক দাবি কুণাল ঘোষের

সংসদ হামলায় অভিযুক্তরা বিজেপি সাংসদের ইস্যু করা ভিজিটিং কার্ডে প্রবেশ করেছিল। বিজেপি সাংসদকে বাঁচাতে তারা এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তীব্র প্রতিক্রিয়া দেখালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
Tamalika Chakraborty
New Update
kunal loksabha.jpg


নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিজেপি নেতা সংসদ হামলার মূল চক্রী ললিত ঝাঁয়ের সঙ্গে তৃণমূলের যোগের দাবি তুলেছেন। অমিত মালব্য শুক্রবার টুইট করে দাবি করেছেন, তৃণমূলের সঙ্গে সংসদ হামলার মূল চক্রী ললিত ঝাঁয়ের যোগাযোগ রয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 'বিজেপি সাংসদকে প্রতাপ সিমহাকে বাঁচানোর চেষ্টা ব্য়র্থ হয়েছে। বিজেপির ভাবমূর্তি ক্ষুন্ন হতে শুরু করেছে।  স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের দাবিকে ভয় পেতে শুরু করেছে। জাতীয় নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর অবহেলা প্রকাশ পেয়েছে বিজেপির। সেই জবাবদিহি এড়াতে আপনি আর কত নীচে নামবেন।' কুণাল ঘোষ কটাক্ষ করেন। 

প্রসঙ্গত, প্রথমে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেতা তাপস রায়ের সঙ্গে ললিত ঝাঁয়ের ছবি প্রকাশ করেন। সেখানে তিনি ললিত ঝাঁয়ের সঙ্গে তৃণমূলের যোগ স্থাপনের চেষ্টা করেন।

অন্যদিকে, সংসদ হামলায় অভিযুক্তদের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা ভিজিটিং কার্ড ইস্যু করেছিল। কুণাল ঘোষ অভিযোগ করেছেন, বিজেপি নিজেদের সাংসদকে বাঁচাতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। 
প্রসঙ্গত, বুধবার দুই ব্যক্তি গ্যালারি থেকে লাফিয়ে লোকসভায় ঢুকে পড়ে। সোজা স্পিকারের দিকে যাওয়ার চেষ্টা করেন। এরপরেই স্মোক ক্যান নিয়ে অ্যাটাক করে। ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করা। মাস্টার মাইন্ড ললিত ঝাঁ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ললিত ঝাঁ দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পন করেন। ললিত ঝাঁর সঙ্গে কলকাতার যোগ স্পষ্ট।