/anm-bengali/media/media_files/2025/06/25/new-marriage-2025-06-25-07-54-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে এক নতুন দম্পতির বিবাহিত জীবনের শুরুই যেন হয়ে উঠলো এক নারকীয় দুঃস্বপ্ন। বিয়ের প্রথম রাতেই নববধূ সিতারা হাতে ছুরি নিয়ে স্বামী নিশাদকে যে হুমকি দিয়েছেন, তাতে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিলেন ওই যুবক। বিয়ের কক্ষের মধ্যে থেকে উঠে এল এমন এক ঘটনা, যা শুনলে গা শিউরে উঠবে।
২৬ বছর বয়সী ক্যাপ্টেন নিশাদ, প্রয়াগরাজের ADA কলোনির বাসিন্দা, গত ২৯ এপ্রিল বিয়ে করেছিলেন করাছানা দীহা গ্রামের লক্ষ্মী নারায়ণ নিশাদের মেয়ে সিতারাকে। ৩০ এপ্রিল নববধূ গৃহে প্রবেশ করেন এবং ২ মে জাঁকজমকপূর্ণভাবে রিসেপশন হয়। কিন্তু বাহ্যিক আনন্দের আড়ালে, ঘরের চার দেয়ালের মধ্যে তখন শুরু হয়ে গেছে এক নিঃশব্দ সন্ত্রাস।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/HAXcNCJLupncMrXRatlc.jpg)
নিশাদের কথায়, “ঘরে ঢোকার পর দেখি, ও এক কোণে বসে আছে, সম্পূর্ণভাবে বোরখায় ঢাকা এবং হাতে রয়েছে একটি ধারালো ছুরি। সে সোজা বলল— ‘আমার গায়ে হাত দিলে ৩৫ টুকরো করে ফেলবো। আমি অমানের সম্পত্তি। আমাকে ছোঁওয়ার সাহস কোরো না।’ আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ওই রাত আমি সোফায় কাটিয়েছি, আর ও বিছানায় ছুরি হাতে বসে ছিল।”
এই ভয়াবহ প্রথম রাতের পর আরও তিনটি রাত চলে নিরন্তর হুমকি, মানসিক নির্যাতন এবং অপমানের মধ্যে দিয়ে। শেষ পর্যন্ত নিশাদ বাধ্য হন মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে।
পরিবার ও সমাজ যখন বিয়ের আনন্দে মাতোয়ারা, তখন ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল এক তরুণ স্বামীর মন— এমন নববধূর আচরণে শোরগোল পড়ে গেছে এলাকাজুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us