বায়ু সেনার গাড়িতে জঙ্গি হামলা! পাকিস্তানের সুরে সুর মেলাচ্ছে কংগ্রেস

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, "বিজেপি-শিবসেনা জোট গঠনের পর থেকে সবকিছুই ভালো হয়েছে। প্রতিটি বিভাগের মানুষ আমাদের সমর্থন করছেন। রাহুল গান্ধী পাকিস্তানের সুরে কথা বলছেন।"

author-image
Tamalika Chakraborty
New Update
kiran rijju ediited.jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, "বিজেপি-শিবসেনা জোট গঠনের পর থেকে সবকিছুই ভালো হয়েছে। প্রতিটি বিভাগের মানুষ আমাদের সমর্থন করছেন। রাহুল গান্ধী যখন কিছু বলেন, তখন সেটা পাকিস্তানের প্রশংসা হয়। চীনের একটি ইস্যু রয়েছে। রাহুল গান্ধী তাদের পক্ষে কথা বলেন। পাকিস্তান, চীন এবং কংগ্রেস যা বলে তাতে একই সুর রয়েছে।"

rahul gandhi uu2.jpg

 tamacha4.jpeg