নিজস্ব সংবাদদাতা: অপারেশন ব্লু স্টারের ৪১তম বার্ষিকীতে ফের উত্তপ্ত হয়ে উঠল পবিত্র স্বর্ণমন্দির চত্বর। অমৃতসরের স্বর্ণমন্দিরে উপস্থিত হন শিরোমণি অকালি দল (মান্ন গোষ্ঠী)-র নেতা সিমরনজিৎ সিং মান্ন। তাঁর উপস্থিতিতেই ভিড়ের মধ্যে থেকে উঠতে শুরু করে ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বহু মানুষকে দেখা যায় খলিস্তানপন্থী পোস্টার ও ছবিও বহন করতে। একাংশ ‘শহিদ’ জারনেইল সিং ভিন্দরানওয়ালের ছবিও হাতে নিয়ে প্রণাম জানাচ্ছেন।
উল্লেখযোগ্য, ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুনের মধ্যে অপারেশন ব্লু স্টার চালিয়েছিল ভারতীয় সেনা। সে সময় পাঞ্জাবের খলিস্তান আন্দোলনের প্রেক্ষাপটে, অমৃতসরের স্বর্ণমন্দিরে আশ্রয় নেওয়া বিচ্ছিন্নতাবাদীদের সরাতে অভিযান চালানো হয়। ওই অভিযানে নিহত হন জারনেইল সিং ভিন্দরানওয়ালে ও তাঁর বহু সমর্থক। সেই স্মরণেই প্রতিবছর এই দিনটি বিশেষভাবে পালন করে কিছু সংগঠন।
/anm-bengali/media/media_files/0MAMits9kuWTYIovnKvc.png)
সিমরনজিৎ সিং মান্ন, যিনি বহুবার খলিস্তান দাবির পক্ষে সরব হয়েছেন, এদিন স্বর্ণমন্দিরে এসে প্রথাগত শ্রদ্ধাঞ্জলি জানান ভিন্দরানওয়ালে ও অন্যান্য নিহতদের উদ্দেশ্যে। তবে তাঁর উপস্থিতির পরপরই খলিস্তান স্লোগান ও বিভাজনমূলক পোস্টার নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনা।
নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও, কীভাবে এত বড় চত্বরে খলিস্তানপন্থী স্লোগান ও কার্যকলাপ চালানো সম্ভব হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
প্রসঙ্গত, ভারত সরকার বহু বছর ধরেই খলিস্তান আন্দোলনকে সন্ত্রাসবাদী ভাবাদর্শ বলে চিহ্নিত করেছে। এই পরিস্থিতিতে আবারও স্বর্ণমন্দিরের মতো একটি সংবেদনশীল স্থানে এমন স্লোগান উঠায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে।
#WATCH | Amritsar, Punjab: People raise slogans of 'Khalistan zindabad' as SAD (Mann faction) leader Simranjit Singh Mann reaches the Golden Temple on the 41st anniversary of Operation Blue Star and also the death anniversary of Jarnail Singh Bhindranwale, who was killed during… pic.twitter.com/f0kmGBa1le
— ANI (@ANI) June 6, 2025
দেশজুড়ে যখন নিরাপত্তা ও জাতীয় ঐক্য নিয়ে জোরদার প্রচেষ্টা চলছে, তখন এই ধরনের ঘটনা কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এখন দেখার, প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেয় কি না, এবং খলিস্তান দাবিকে ঘিরে পাঞ্জাবে আবারও কোনও উত্তেজনা তৈরি হয় কি না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us