‘পণ চেয়েছিল স্বামী, ন্যায়ের খোঁজে কন্যার দেহ বুকে নিয়ে প্রাণ দিলেন মা!’—মর্মান্তিক অভিযোগ মায়ের

সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবল অত্যাচারে দেড় বছরের মেয়েকে খুন করে আত্মহত্যা করেন মা।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka suicide

নিজস্ব সংবাদদাতা: সংযুক্ত আরব আমিরশাহীর শারজায় মর্মান্তিক মৃত্যুর ঘটনার জেরে কেরালার কুন্দারা থানায় দায়ের হল খুন ও আত্মহত্যার মামলা। পুলিশের এফআইআরের ভিত্তিতে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ভিপাঞ্জিকা মানিকে তাঁর দেড় বছরের কন্যা সন্তান ভাইভাভির সঙ্গে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সংযুক্ত আরব আমিরাতের শারজার আল নাহদা এলাকায়।

কেরালার কোল্লাম জেলার কুন্দারা থানায় ভিপাঞ্জিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, এই মর্মান্তিক ঘটনার তদন্তে নামছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ভিপাঞ্জিকা প্রথমে তাঁর কন্যা সন্তানকে হত্যা করে, তারপর নিজেই আত্মহত্যা করেন। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘চাইল্ড মার্ডার-এর পর স্যুইসাইড’ বলে মনে করছে পুলিশ।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

মৃতা ভিপাঞ্জিকার স্বামী নিধীশকে এই ঘটনায় প্রথম অভিযুক্ত করা হয়েছে। তাঁর পাশাপাশি নিধীশের বোন নিথু এবং তাঁদের বাবা-কেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, ভিপাঞ্জিকাকে পণ সংক্রান্ত কারণে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছিল। ভিপাঞ্জিকার মাথা নেড়া পর্যন্ত করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অবশেষে এই চরম পরিণতির দিকে ঠেলে দেওয়া হয় তাঁকে। 

পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে। ভারত ও ইউএই প্রশাসনের মধ্যে তথ্য আদানপ্রদানও চলছে। ইতিমধ্যে নিধীশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে যথাযথ ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা চাওয়া হতে পারে তদন্ত এগিয়ে নিয়ে যেতে।

এই ঘটনায় ভিপাঞ্জিকার পরিবার, সহকর্মী ও প্রতিবেশীরা শোকাহত। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশের পাশাপাশি, ন্যায়বিচারের দাবি উঠছে সর্বত্র।