নিজস্ব সংবাদদাতা: কেরালার এক ভ্রমণ ব্লগার মাহিন শাজাহান সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায়, তিনি কিছু বিদেশি বন্ধুর সঙ্গে এক হিন্দু মন্দিরে প্রবেশ করছেন এবং তাদের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “কেরালার এক মুসলিম ছেলে হিন্দু মন্দিরে, এখানে বিশ্বাস বাধা নয়, বরং এক সেতুবন্ধন। আমার বিদেশি বন্ধুদের সঙ্গে হিন্দু মন্দিরে গিয়ে আমি শুধু শান্তি, ভালোবাসা আর আন্তরিকতা অনুভব করেছি।”
/anm-bengali/media/media_files/2025/06/09/BsF9r8NHc1Dd0d9FUA6M.JPG)
এই ভিডিও প্রকাশ্যে আসার পরই অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সমালোচকদের মতে, হিন্দু ধর্মে সিঁদুর একটি পবিত্র ও গম্ভীর প্রতীক—সাধারণত বিবাহিত হিন্দু নারীরা এটি ব্যবহার করেন, এবং এটি তাদের বৈবাহিক অবস্থার প্রতীক। এটি সাধারণত স্বামী স্ত্রীকে প্রথমবার পরিয়ে দেন বিয়ের সময়ে। ঘটনায় ওই ব্লগার ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যার জেরে তিনি নিজের পোস্টটি ডিলিট করে দেন। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য তিনি ক্ষমাও চেয়ে নেন।