/anm-bengali/media/media_files/2025/08/05/kerala-serial-killing-2025-08-05-15-23-06.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরালার আলাপ্পুঝা জেলায় একের পর এক রহস্যময় নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ৬৮ বছরের সেবাস্টিয়ান সি এম, যিনি ইতিমধ্যেই জৈনাম্মা নামে এক মহিলার খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন, তাঁর বিরুদ্ধে আরও তিন জনের নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছে। স্থানীয় মানুষজন ও তদন্তকারীদের আশঙ্কা, এটি হয়তো কেরালার ইতিহাসে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলিং-এর ঘটনা হতে চলেছে।
জৈনাম্মার মামলার তদন্ত শুরু হয় তাঁর স্বামী আপ্পাচানের করা একটি নিখোঁজ অভিযোগের ভিত্তিতে। সেই তদন্তের সূত্র ধরেই পুলিশ গিয়ে পৌঁছয় সেবাস্টিয়ানের পল্লিপুরম, চেরথালার কাছে অবস্থিত বাড়িতে। সেখানে যা মিলল, তা শুনে শিউরে উঠেছে গোটা এলাকা— প্রায় ২০টি পোড়া মানব অস্থির টুকরো, দাঁত, রক্তের দাগ, মহিলাদের পোশাক ও একটি হাতব্যাগ। সবকিছুই পাঠানো হয়েছে ফরেনসিক ডিএনএ পরীক্ষার জন্য।
পুলিশের ধারণা, সেবাস্টিয়ান হয়তো একা বসবাসকারী বা সামাজিকভাবে বিচ্ছিন্ন মহিলাদের টার্গেট করতেন। শুধু জৈনাম্মা নন, ২০০৬ সাল থেকে নিখোঁজ বিন্দু পদ্মনাভন এবং ২০১২ সালে হারিয়ে যাওয়া আয়েশার ঘটনাতেও তাঁর যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
কোট্টায়ম ও আলাপ্পুঝা জেলা ক্রাইম ব্রাঞ্চ একসঙ্গে এই মামলার তদন্ত শুরু করেছে। বিন্দুর মামলায় ন্যায়বিচারের দাবিতে ২০১৭ সাল থেকে আন্দোলন চালিয়ে আসা একটি অ্যাকশন কাউন্সিল ইতিমধ্যেই সব মামলার যৌথ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের দাবি তুলেছে। একই সঙ্গে তাঁদের আশঙ্কা, সেবাস্টিয়ানের সঙ্গে হয়তো আরও কেউ এই অপরাধে জড়িত।
এদিকে এই ঘটনা এখনই কেরালায় আতঙ্ক ছড়িয়েছে। মানুষের মনে প্রশ্ন— এই হাড়হিম করা রহস্যের শেষ কোথায়? তদন্তকারীরা আশঙ্কা করছেন, সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর তথ্য সামনে আসতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us