/anm-bengali/media/media_files/2025/10/05/kerala-temple-2025-10-05-22-20-38.png)
নিজস্ব সংবাদদাতা: কেরালায় দেবস্বম বোর্ডের অধীনস্থ মন্দিরগুলোতে ‘গোপন চাঁদাবাজি চক্র’ সক্রিয়—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রখ্যাত এইঝাভা সমাজনেতা ভেল্লাপল্লি নেতেশন। তাঁর দাবি, কিছু দেবস্বম কর্মী ও মধ্যস্বত্বভোগী (মিডলম্যান) মিলে ধনী ভক্তদের কাছ থেকে গোপনে অর্থ আদায় করছে।
শ্রী নারায়ণ ধর্মপরিপালনা যোগম (এসএনডিপি)-এর সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত নেতেশন জানান, “এই চক্রগুলো দেবস্বম বোর্ডের ভেতরেই কাজ করছে। প্রশাসনের মধ্যে মারাত্মক অব্যবস্থা তৈরি হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে মন্দির পরিচালনা নিয়ে ভক্তদের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে।”
যদিও তিনি কোনো নির্দিষ্ট মন্দির বা বোর্ডের নাম উল্লেখ করেননি, তাঁর মন্তব্য ঘিরে কেরালার মন্দির প্রশাসনে সংস্কারের দাবি আরও জোরদার হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/05/kerala-temple-2-2025-10-05-22-22-55.png)
এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ড (টিডিবি) ইতিমধ্যেই বিতর্কে জর্জরিত। সম্প্রতি সবরিমালা আয়াপ্পা মন্দিরের সোনার আবরণ সংক্রান্ত অভিযোগে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়।
কেরালা হাইকোর্ট আদেশ দেয়, একজন ব্যবসায়ীর বাড়ি থেকে একটি ‘দ্বারপালকের পাদপীঠ’ উদ্ধার হওয়ার পর তদন্ত শুরু করতে হবে, কারণ সেটি সবরিমালা মন্দির থেকে নিখোঁজ বলে দাবি করা হয়েছিল।
ভেল্লাপল্লি নেতেশনের মন্তব্যের পর এখন দেবস্বম বোর্ডগুলোর কার্যপ্রণালী নিয়ে বিস্তৃত তদন্ত ও সংস্কারের দাবি আরও জোরালো হচ্ছে।
কেরালার বহু সমাজকর্মী ও ধর্মীয় সংগঠনও বলছে, “ভক্তদের বিশ্বাসের সঙ্গে ছলচাতুরি করা হলে সেটি দেবত্বের অপমান।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us