/anm-bengali/media/media_files/2025/07/08/nimisha-kerala-nurse-2025-07-08-20-09-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: কেরলের নার্স নিমিষা প্রিয়া যাঁর বিরুদ্ধে ইয়েমেনে এক নাগরিককে খুনের অভিযোগ রয়েছে, তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে ১৬ জুলাই—এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ২০১৭ সালে ব্যবসায়িক অংশীদার তালাল আবদো মাহদিকে খুনের অভিযোগে গ্রেফতার হন নিমিষা। এরপর ২০২০ সালে ইয়েমেনের এক আদালত তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
ইয়েমেনের সংশোধনাগার কর্তৃপক্ষ ভারতীয় মানবাধিকার কর্মী স্যামুয়েল জেরোম-কে তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে। জেরোম নিমিষা প্রিয়ার মা প্রেমা কুমারীর পাওয়ার অফ অ্যাটর্নি হিসেবে কাজ করছেন।
নিমিষার পরিবারের দাবি, মেয়েটি প্রতারিত ও নির্যাতিত হয়েছিল এবং আত্মরক্ষার কারণেই ঘটনাটি ঘটেছিল। তাঁরা দীর্ঘদিন ধরেই ভারত সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে নিমিষার প্রাণদণ্ড ঠেকানোর জন্য আবেদন করে আসছেন। তবে এখনো পর্যন্ত সেই চেষ্টার কোনো ইতিবাচক ফল মেলেনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড ঘিরে গোটা দেশে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তাঁর জন্য এখনই কূটনৈতিক হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us