১৬ জুলাই ফাঁসি! ইয়েমেনে মৃত্যুর মুখে কেরালার নার্স, কেন্দ্র বলল—“আর কিছু করার নেই!”

১৬ জুলাই ইয়েমেনে কেরালার নার্সের ফাঁসি। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে তাদের কিছুই করার নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
nimisha kerala nurse

নিজস্ব সংবাদদাতা: কেরালার নার্স নিমিষা প্রিয়ার প্রাণ এখন কার্যত দোরগোড়ায় দাঁড়িয়ে। ১৬ জুলাই ইয়েমেনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। আর সেই রায় রদে কেন্দ্র সরকারের সামনে কার্যত হাত-পা বাঁধা—সোমবার এই হতাশার বার্তাই শোনাল সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামণী জানালেন, "ইয়েমেন কূটনৈতিকভাবে স্বীকৃত দেশ নয়। ফলে ভারত সরকারের সেখানে হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তার চেয়ে বেশি কিছু করার বাস্তব কোনও পথ নেই।"

nimisha priya a

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "রক্তমূল্য বা ব্লাড মানি নিয়ে প্রিয়ার পরিবারের সঙ্গে যেটুকু আলোচনা হচ্ছে, তা একান্তই একটি ব্যক্তিগত বিষয়। সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না।" প্রসঙ্গত, নিমিষা প্রিয়া ইয়েমেনে তাঁর প্রাক্তন নিয়োগকর্তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। সেই অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।