“করোনার চেয়েও মারাত্মক!” — নিপা ভাইরাসে ফের প্রাণহানি, রাজ্যে জারি হাই অ্যালার্ট

কেরালায় নতুন করে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Nipa virus

নিজস্ব সংবাদদাতা: কেরালায় ফের নিপা ভাইরাসের আতঙ্ক। পলক্কাড জেলার এক ৫৭ বছর বয়সি ব্যক্তির মৃত্যুর পর রাজ্যে এই মাসেই দ্বিতীয় নিপা-জনিত মৃত্যুর ঘটনা ঘটল। রাজ্য স্বাস্থ্য দফতর এই মৃত্যু নিশ্চিত করেছে। ইতিমধ্যেই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্তত ৪৬ জনের খোঁজ পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করতে প্রশাসন ব্যবহার করছে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের লোকেশন তথ্য। চলছে জোরদার কনট্যাক্ট ট্রেসিং।

সরকার জনসাধারণকে সতর্ক করে অনুরোধ করেছে, অপ্রয়োজনীয় কারণে হাসপাতাল না যাওয়ার জন্য। জেলায় জেলায় জারি হয়েছে হেলথ অ্যাডভাইসরি। ছয়টি জেলা ইতিমধ্যেই হাই অ্যালার্টে রাখা হয়েছে। যেখানে ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে, সেইসব এলাকায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। পলক্কাড সহ আরও কিছু নতুন জেলাতেও এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

nipa virus

গত তিন বছর ধরেই নিয়মিতভাবে কেরালায় দেখা দিচ্ছে নিপা ভাইরাস, আর প্রতিবারই তা ছড়াচ্ছে দ্রুত গতিতে ও প্রাণঘাতী মাত্রায়। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের মৃত্যুহার কোভিড-১৯ এর তুলনায় অনেক বেশি, যা জনস্বাস্থ্যের দিক থেকে এক ভয়াবহ ইঙ্গিত।

স্বাস্থ্য দফতরের তরফে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমস্ত স্কুল-কলেজে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে বারবার বলা হচ্ছে, ''উপসর্গ দেখা দিলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং কোনোভাবেই গুজবে কান দেবেন না।''