“এটা কেরালার প্রতি চরম অপমান!” — জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিস্ফোরণ পিনারাই বিজয়নের

কেরালা স্টোরি জাতীয় পুরস্কার পাওয়ার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখালেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

author-image
Tamalika Chakraborty
New Update
kerala story

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালের বিতর্কিত চলচ্চিত্র দ্য কেরালা স্টোরি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়, তখনই প্রবল প্রতিক্রিয়া জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুক্রবার পুরস্কার ঘোষণা হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই এক বার্তায় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে “কেরালার প্রতি এক ভয়ঙ্কর অপমান” বলে আখ্যা দেন এবং অভিযোগ তোলেন যে পুরস্কার কমিটি আরএসএসের ঘৃণার রাজনীতির সুরে সুর মিলিয়েছে।

kerala story

সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি—যা তথাকথিত ধর্মান্তরিত নারী ও তাদের আইএসআইএসে যোগদানের কাহিনী অবলম্বনে নির্মিত—এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সুদীপ্ত সেন এবং সেরা সিনেমাটোগ্রাফির জন্য সম্মান পেয়েছেন প্রসান্তনু মহাপাত্র।

তবে এই সম্মাননা ঘিরেই রাজ্যে বয়ে যায় রাজনৈতিক ঝড়। মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, “একটি বিভাজনের আদর্শে ভরা মিথ্যে প্রচার-নির্ভর সিনেমাকে সম্মান জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকমণ্ডলী ঘৃণার রাজনীতি এবং সংঘ পরিবারের বিভাজনমূলক মতাদর্শকে বৈধতা দিল।”

twitter a

তিনি আরও বলেন, “এই সিনেমা কেরালার ভাবমূর্তি কলুষিত করতে চেয়েছে, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করেছে। আর এই চলচ্চিত্রকে পুরস্কার দিয়ে গোটা দেশের সামনে কেরালাকে অপমান করা হয়েছে।”

এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রবল চর্চার বিষয় হয়ে উঠেছে। সমর্থক ও বিরোধীরা নিজেদের মত প্রকাশে মুখর হয়ে উঠেছেন, যার ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার এক নতুন বিতর্কের কেন্দ্রে।