নিজস্ব সংবাদদাতা: কেরলে চুরমালা ভূমিধস নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তিনি বলেন, "চূরমালা ভূমিধস আমাদের দেশের অন্যতম বড় বিপর্যয় ছিল। কেন্দ্রীয় সরকার এই বিপর্যয়কে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে রাজ্য সরকার একটি প্রতিবেদন জমা দেয়নি। সেই সময় ১৭ আগস্ট ভূমিধস এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সফরের তিন মাস পরেও আমরা একটি বিশেষ প্যাকেজ দাবি করেছি, কোনো তহবিল বরাদ্দ করা হয়নি।"
/anm-bengali/media/media_files/imp43Y2PxBBaHR8WAX2X.webp)
Kerala CM Pinarayi Vijayan says "The Chooralmala landslide was one of the largest disasters in our country. The central government is trying to use this disaster for political benefit. Union Home Minister has stated in the parliament that the state government did not submit a… pic.twitter.com/sGGSx52ONY
— ANI (@ANI) December 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us