/anm-bengali/media/media_files/2025/07/26/uttarakhand-land-slide-2025-07-26-13-18-32.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে একের পর এক ভূমিধস ও হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে চরমভাবে ব্যাহত হয়েছে চার ধাম যাত্রা। বিশেষ করে কেদারনাথ যাত্রা আপাতত সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়।
শনিবার ভোররাতে, রুদ্রপ্রয়াগ জেলায় গৌরিকুণ্ড থেকে কেদারনাথের পায়ে হাঁটার পথ প্রায় ৩:৩০ নাগাদ এক বিশাল ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর ও ধ্বংসাবশেষে রাস্তাটি পুরোপুরি ঢেকে যায়। প্রশাসন সঙ্গে সঙ্গে ওই রুটে চলাচল বন্ধ করে দেয় এবং বর্তমানে দ্রুত গতিতে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/25/landslide-in-uttarakhand-2025-06-25-08-16-58.jpg)
এছাড়াও আগস্ত্যমুনি এলাকার বেদু বাগাড়ে অবস্থিত রুমসি নালা অতি বৃষ্টির চাপে হঠাৎ ফুলে-ফেঁপে উঠে, যার ফলে কেদারনাথ হাইওয়ের পাশের বহু হোটেল, বাড়িঘর ও পার্কিং এলাকা প্লাবিত হয়ে যায়। হঠাৎ জলস্রোতের সঙ্গে ধেয়ে আসে প্রচুর কাদা ও পাথরের টুকরো—যা প্রবল বন্যার রূপ নিয়ে আশপাশের এলাকায় ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে।
স্থানীয়রা জানিয়েছেন, কোনো পূর্বাভাস ছাড়াই এই নালাটি আচমকা ফুলে ওঠে এবং আশেপাশের এলাকা কাদাপানিতে ঢেকে ফেলে। বহু হোটেল ও বাড়িতে জল ঢুকে পড়ে, রাস্তার ধারে থাকা গাড়িগুলোর ওপর চাপা পড়ে পাথর ও ধ্বংসাবশেষ। একাধিক টু-হুইলার গাড়ি সম্পূর্ণভাবে ডুবে গেছে এবং সেগুলো উদ্ধারের কাজ এখনও চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত থাকবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us