New Update
/anm-bengali/media/media_files/ofAiEDLo2qtlLewdhNxl.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে ঐতিহ্যবাহী ফেরান উৎসবকে মাথায় রেখে ২১ জানুয়ারি আন্তর্জাতিক ফেরান দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে কাশ্মীরের লাল চক এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কাট আউট ছবি স্থাপন করা হয়েছে। পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর এই কাট আউটটি। বৃহস্পতিবার কাশ্মীরের এক যুবককে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাট আউটটিকে চুম্বন করছেন। যুবকটিকে প্রধানমন্ত্রী কাট আউট ছবিটিকে আলিঙ্গন করতে দেখা যায়। যুবকের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
Video of a Kashmiri man admiring & kissing cutout of Prime Minister Narendra Modi at Ghantaghar, J&K today during 'International Pheron Day' is going viral on SMpic.twitter.com/Tx9Q9cf6bP
— Megh Updates 🚨™ (@MeghUpdates) December 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us