/anm-bengali/media/media_files/2025/04/24/o6zLlsTn8e9wrVi5vYj9.webp)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এবার সেই রক্তাক্ত জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। গুলমার্গে এক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কোনও স্থানীয় ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন না। বরং, বাইরে থেকে আসা জঙ্গিরাই এই বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি তাঁর।
মুখ্যমন্ত্রী বলেন, “পহেলগাঁওয়ের ঘটনায় কোনও স্থানীয় অংশগ্রহণ ছিল না। যারা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে, তারা সকলেই বাইরের।” তাঁর বক্তব্যে স্পষ্ট, এই ঘটনার পেছনে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের ঘাড়ে দোষ চাপানো একেবারেই অনুচিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/04/3dy39grBadZSHVaPVkqw.jpg)
তবে সম্প্রতি জাতীয় তদন্ত সংস্থা (NIA) পহেলগাঁওয়ের হিল পার্ক এলাকা থেকে দুই স্থানীয় বাসিন্দা—পরভেজ আহমদ জোথার ও বশির আহমদ জোথারকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তাঁরা নাকি জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তে দেখা যাচ্ছে হয়তো তাঁদেরকে ভয় দেখিয়ে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল।
ওমর আবদুল্লাহ বলেন, “NIA-এর প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধৃত দুই ব্যক্তি হয়তো খাবার বা আশ্রয় দিয়েছিলেন, তবে সেটা জোর করে করানো হয়ে থাকতে পারে। এখন তদন্ত চলছে, পুরো সত্য উদ্ঘাটনের জন্য আইনি প্রক্রিয়াই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।”
এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার লড়াইয়ের মাঝে পহেলগাঁওয়ে হামলা নতুন করে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে একদিকে যেমন স্থানীয় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন, তেমনই প্রশ্ন উঠছে, তাহলে কারা এই ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us