নিজস্ব সংবাদদাতা: ইডি-র সামনে উপস্থিত হওয়ার প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেন, "এটি ২০ বার। আমার মনে হয় ইডি আমাকে মিস করেছে। আমি তাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে এসেছি। ইডি আমার বিরুদ্ধে তিনটে ক্যাটাগরিতে মামলা করেছে। প্রথম ক্যাটাগরিটিকে বলা হয় বোগাস। দ্বিতীয় ক্যাটাগরিকে বলা হয় আরও বোগাস। তৃতীয় ক্যাটাগরিকে বলা হয় সবচেয়ে জাল। এটি সবচেয়ে ভুয়া কেস। আমার কেসের পিছনে বোধহয় কিছু চিনা ভূত রয়েছে।"
ইডি আমাকে মিস করে! কেন বললেন কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম
ইডি দফতরে দেখা করতে যাওয়ার আগে বলেন, এই নিয়ে ইডি ২০ বার সমন পাঠালো। আমার মনে হয়, ইডি আমাকে মিস করে। আজকে আমি ইডিকে বড়দিনের শুভেচ্ছা জানাতে এসেছি।
নিজস্ব সংবাদদাতা: ইডি-র সামনে উপস্থিত হওয়ার প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম বলেন, "এটি ২০ বার। আমার মনে হয় ইডি আমাকে মিস করেছে। আমি তাদের বড়দিনের শুভেচ্ছা জানাতে এসেছি। ইডি আমার বিরুদ্ধে তিনটে ক্যাটাগরিতে মামলা করেছে। প্রথম ক্যাটাগরিটিকে বলা হয় বোগাস। দ্বিতীয় ক্যাটাগরিকে বলা হয় আরও বোগাস। তৃতীয় ক্যাটাগরিকে বলা হয় সবচেয়ে জাল। এটি সবচেয়ে ভুয়া কেস। আমার কেসের পিছনে বোধহয় কিছু চিনা ভূত রয়েছে।"