ভোট চুরি অভিযোগের মাঝে কংগ্রেসের আঘাত, ব্যালট পেপারে ফিরছে কর্ণাটকের নির্বাচন!

কর্ণাটক সরকার স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন ব্যালট পেপারে করার আবেদন জানিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hk patil

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের ভোটার তালিকা নিয়ে অভিযোগ ওঠার পর কর্ণাটক কেবিনেট বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। রাজ্যের স্থানীয় নির্বাচনে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বদলে ব্যালট পেপার ব্যবহার করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে (SEC) সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে পাতিল সংবাদ সম্মেলনে বলেন, “ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সমস্ত স্থানীয় নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হবে, ইভিএম নয়।”

ballot bb.jpg

মন্ত্রীর কথায়, নির্বাচন কমিশনের নিয়ম ও আইন আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করা হবে যাতে এই পরিবর্তন কার্যকর হয়।

পাতিল আরও জানান, “ইভিএম নিয়ে মানুষের আস্থা কমে গেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগকেও আমরা মাথায় রেখেছি।”

এই সিদ্ধান্ত রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। ব্যালট পেপারে ফিরে যাওয়া কি ভোটারদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে, সেটাই এখন দেখার বিষয়।