/anm-bengali/media/media_files/2025/08/11/karnataka-minister-a-2025-08-11-16-32-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার কর্নাটকের সহকারী মন্ত্রী কে.এন. রাজন্নাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে। এই মন্তব্য সরাসরি কংগ্রেসের সরকারি অবস্থানের বিরোধিতা করে।
রাজন্না মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ হলেও, তাঁর মন্তব্য রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেয় রাজন্নাকে পদ থেকে সরিয়ে দিতে। সূত্রের খবর, নির্দেশ পাওয়ার পরই তাঁকে বরখাস্ত করা হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/SIm0fe4nXzPtZDKr2UjA.jpg)
এর আগে রাজন্না সাংবাদিকদের বলেন, “আমাদের চোখের সামনেই এসব হয়েছে। লজ্জার বিষয়, আমরা নজরদারি করিনি।” তাঁর এই স্বীকারোক্তির পর বিরোধীরা কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ পায়। উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার রাজন্নার বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং দাবি করেন, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে বিরোধীরা এই মন্তব্যকে ব্যবহার করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us