“মুরগির টুকরো কম পড়েছে প্লেটে”—এটাই কি খুনের কারণ? বিয়ের ভোজে বন্ধুর হাতে রক্তাক্ত মৃত্যু!

চিকেনের টুকরো কম পড়েছে বলে বচসা, সেখান থেকে বন্ধুকে খুন আর এক বন্ধুর।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka man murder

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বেলাগাভি জেলার ইয়ারাগট্টি শহরের প্রান্তে এক নববিবাহিতের বিয়ের ভোজে রক্ত ঝরল। এক বন্ধুর হাতে খুন হলেন আরেক বন্ধু, আর গোটা অনুষ্ঠানমঞ্চে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর হাহাকার। মুরগির টুকরো নিয়ে শুরু হওয়া তর্ক যে একেবারে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য বিবাহিত অভিষেক কোপ্পাড নিজের খামারবাড়িতে এক রাতের ডিনার পার্টির আয়োজন করেছিলেন। সেই ভোজেই আমন্ত্রিত ছিলেন ৩০ বছর বয়সি বিনোদ মালাশেট্টি এবং তাঁর বন্ধু ভিট্টল হারুগোপ্প। কিন্তু খাওয়া নিয়ে এক সামান্য ঘটনাই মুহূর্তে রূপ নেয় মারণ তাণ্ডবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশন ঘিরে—বিশেষ করে কতটি মুরগির টুকরো কার প্লেটে পড়েছে—তা নিয়ে শুরু হয় তর্ক।

dead body 3.jpg

উভয়েই সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুয়ালেদ। হঠাৎ রাগে অন্ধ হয়ে ভিট্টল ছুরি বের করে বিনোদের পেটে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিনোদ। প্রচণ্ড রক্তক্ষরণে কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মুরাগোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ভিট্টলকে হাতেনাতে গ্রেফতার করে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের বয়ানও একই ঘটনার সত্যতা প্রমাণ করছে।

একটি বিয়ের আনন্দঘন রাত এভাবে মৃত্যু আর কান্নায় ভেঙে পড়বে, তা কেউ ভাবেননি। গোটা এলাকা জুড়ে এখন গভীর শোকের ছায়া।