New Update
/anm-bengali/media/media_files/qN1DeI1ev9boZSTYLUfg.jpg)
নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক পদদলনের ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই ঘটনার বিষয়ে রবিবার মুখ্যমন্ত্রী জানান, তিনি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানটি তাঁর সরকারের নয়, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) আয়োজন করেছিল।
সিদ্দারামাইয়া বলেন, “KSCA-এর সেক্রেটারি ও ট্রেজারার এসে আমাকে নিমন্ত্রণ করেন। এই অনুষ্ঠান আমরা আয়োজন করিনি, এটা KSCA করেছে।” তিনি আরও বলেন, “তাঁরা জানিয়েছিলেন রাজ্যপালও আসছেন। আমিও তাই গিয়েছিলাম। এর বাইরে আমি কিছুই জানি না। আমায় স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি।”
এই বক্তব্যে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইলেন যে, পদদলনের ঘটনার দায় তাঁর নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us