নিজস্ব সংবাদদাতা: জেএমএম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন বলেছেন, "এই প্রচণ্ড গরমে রাজ্যের ২০টি জেলা থেকে মানুষ এসেছিলেন৷ এই ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষ অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের সঙ্গে আছেন৷ আমরা আবেগের তাস খেলার চেষ্টা করছি না। মানুষ ইতিমধ্যেই আবেগপ্রবণ। শুধু হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়াল কারাগারে বন্দী নয়, ঝাড়খণ্ড ও দিল্লির আত্মসম্মান কারাগারে বন্দি।"
/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
/anm-bengali/media/media_files/o1pXAfNJ6kgiOo923g7l.webp)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)