কৈলাস যাত্রা শেষে আটকা অযোধ্যার ৮ ভক্ত, নেপালের হিলসা সীমান্তে চরম অনিশ্চয়তা

কৈলাস যাত্রা শেষে নেপালে আটকে পড়লেন আট ভারতীয়।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal ayodhya

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা জেলার আটজন তীর্থযাত্রী এখনও আটকে রয়েছেন নেপালের হিলসা সীমান্তে। কৈলাস মানস সরোবর যাত্রা শেষে দেশে ফেরার পথে খারাপ আবহাওয়া ও পরিবহণ সমস্যার কারণে তাঁদের আর এগোনো সম্ভব হয়নি।

এই অবস্থায় গোঁসাইগঞ্জের বিজেপি বিধায়ক অভয় সিংহ এবং সমাজবাদী পার্টির সাংসদ अवधেশ প্রসাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের মতে, সীমান্তে খারাপ আবহাওয়া এবং যানবাহনের সমস্যাই মূলত যাত্রীদের আটকে পড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

nepal protest aaa

তীর্থযাত্রীদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন গুনছেন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখলেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই মুহূর্তে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগই যাত্রীদের পরিবারকে সামান্য স্বস্তি দিচ্ছে।