পহেলগাঁওয়ে হামলার ঠিক পরেই পাকিস্তান হাই কমিশনে কেক! জ্যোতি মালহোত্রার ভিডিওতে দেখা ব্যক্তিই সন্দেহের কেন্দ্রবিন্দুতে

পহেলগাঁওয়ে হামলার ঠিক পরেই পাকিস্তান হাই কমিশনে কেক নিয়ে যাওয়া ব্যক্তিকে জ্যোতি মালহোত্রার পুরনো ভিডিওতে দেখা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani spy

নিজস্ব সংবাদদাতা: এপ্রিলে ২২ তারিখ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হওয়া নৃশংস জঙ্গি হামলার দু’দিন পর, দিল্লির পাকিস্তান হাই কমিশনে এক ব্যক্তিকে কেক হাতে প্রবেশ করতে দেখা যায়। সাংবাদিকরা প্রশ্ন করলেও, তিনি কোনও উত্তর না দিয়ে চুপচাপ হাই কমিশনের ভিতরে চলে যান। তদন্তে ওই ব্যক্তিকেই আগে হরিয়ানার বিতর্কিত ইউটিউবার জ্যোতি মালহোত্রার এক পুরনো ভিডিওতে দেখা গিয়েছিল।

jyotiarre

জ্যোতি মালহোত্রা বর্তমানে রাষ্ট্রদ্রোহ, সরকারি গোপন তথ্য ফাঁস এবং ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) অধীনে গ্রেফতার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত থেকে সংবেদনশীল তথ্য পাচার করেছেন।

তাঁর নতুন ভিডিও সামনে আসার পর তদন্ত আরও গম্ভীর আকার নিয়েছে। পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তান হাই কমিশনে এই কেক কোনও উদ্‌যাপনের জন্য ছিল কি না তদন্ত করে দেখা হচ্ছে । এই ঘটনার সঙ্গে জ্যোতির কোনও যোগ রয়েছে কিনা  তাও খতিয়ে দেখা হচ্ছে।  গোয়েন্দারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে নেমেছে।