/anm-bengali/media/media_files/2025/05/20/f57QmypmNH9zVQooWjN8.webp)
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন বলে খবর মিলেছে। তিনি জানিয়েছেন, নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিক দানিশের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। ২০২৩ সালে তিনি পাকিস্তান সফরের ভিসা নিতে হাই কমিশনে গেলে প্রথমবার দানিশের সঙ্গে তার দেখা হয়।
জ্যোতির দাবি অনুযায়ী, আলি হাসান নামের একজন ব্যক্তি তাঁকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাঁদের নাম শাকির ও রানা শাহবাজ বলে জানা গিয়েছে। পাকিস্তান থেকে ফেরার পরও তিনি এই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে তাদের মধ্যে কথাবার্তা চলত।
এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us