জুবিন গর্গের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি! বিজেপির নেতৃত্বে গুয়াহাটিতে ন্যায় যাত্রা

বিজেপি এমপি বিজুলী কালিতা মেধি জানিয়েছেন, জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবিতে গুয়াহাটিতে শুরু হয়েছে ‘ন্যায় যাত্রা’। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির সমস্ত কর্মী অংশ নেবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ বিজুলী কালিতা মেধি জানিয়েছেন, “জুবিন গর্গের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। গুয়াহাটিতে বিজেপি একটি ‘ন্যায় যাত্রা’ শুরু করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ তার মৃত্যুকে শোকাভিভূত হয়ে স্মরণ করছে এবং তাঁর রহস্যজনক মৃত্যুর কারণ দ্রুত তদন্তের দাবি করছে।”

তিনি আরও বলেন, “আমরা আদালতকে আহ্বান জানাচ্ছি যাতে জুবিন গর্গের জন্য ন্যায় প্রদান করা হয় এবং এই মামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা হয়। আমাদের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ‘ন্যায় যাত্রা’-তে উপস্থিত থাকবেন এবং তাঁর নির্দেশনায় গুয়াহাটির বিজেপির সকল কর্মী অংশগ্রহণ করবেন।”

zubeen

সূত্রের খবর, ‘ন্যায় যাত্রা’ চলাকালীন বিজেপি কর্মীরা জনসমক্ষে শোক জানানোর পাশাপাশি জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার দাবি জানাবেন। গানপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই এই উদ্যোগকে কেন্দ্র করে ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে।

গান ও সংস্কৃতিপ্রেমীদের মতে, জুবিন গর্গ শুধু একজন শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন আসামের সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁর অকাল মৃত্যুতে সঙ্গীত জগৎ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমেছে। ‘ন্যায় যাত্রা’ সেই শোকের পাশাপাশি ন্যায়ের দাবির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।