ঝাড়খণ্ডে রাজ্যে চার দফায় নির্বাচন! বিস্ফোরক জেএমএম

জেএমএম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচর্য বলেছেন, "গতবার আমাদের ৭টি পর্যায়ে নির্বাচন হয়েছিল। এবার ঝাড়খণ্ডে চার দফায় ভোট হবে, এটা ভালো। স্বাগত জানাই।"

author-image
Tamalika Chakraborty
New Update
JMM jharkhand.JPG

নিজস্ব সংবাদদাতা: শনিবার নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে। ঝাড়খণ্ডে চার ধাপে ভোট হবে। জেএমএম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচর্য বলেছেন, "আমরা এটিকে স্বাগত জানাই, আমরা এটির জন্য অপেক্ষা করছিলাম। গতবার আমাদের ৭টি পর্যায়ে নির্বাচন হয়েছিল। এবার ঝাড়খণ্ডে চার দফায় ভোট হবে, এটা  ভালো।"

download (34).jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg