পহেলগাঁওয়ে হামলা করেও জঙ্গিরা হেরে গেল! পর্যটকদের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

অনন্তনাগের পর্যটকদের সাথে দেখা করলেন জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ।

author-image
Tamalika Chakraborty
New Update
farooq abdulah

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের  পহেলগাঁওয়ের পর্যটকদের সাথে দেখা করলেন জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, "সবচেয়ে বড় বার্তা হলো পর্যটকরা ভীত নন। যারা ভয় ছড়িয়ে দিতে চেয়েছিলেন তারা হেরে গেছে।  জঙ্গিরা হেরে গেছে। আজ প্রমাণিত হয়েছে যে আমরা ভীত হব না। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং সবসময় থাকবে। মানুষ চায় সন্ত্রাসবাদের অবসান হোক। ৩৫ বছর ধরে আমরা সন্ত্রাসবাদ দেখেছি; আমরা অগ্রগতি চাই। আমরা এগিয়ে যেতে চাই। আমরা একদিন পরাশক্তি হয়ে উঠব।"

Indian army