/anm-bengali/media/media_files/2025/08/20/cobra-comando-2025-08-20-08-51-04.jpg)
নিজস্ব সংবাদদাতা: অমরনাথ যাত্রা শেষ হলেও জম্মু-কাশ্মীরে নিরাপত্তা শিথিল হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) জম্মু ও কাশ্মীর পুলিশের অনুরোধ মঞ্জুর করে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) ৯৯টি কোম্পানি উপত্যকায় অবস্থান করবে। এর মধ্যে রয়েছে ৮৫ কোম্পানি CRPF এবং ১৪ কোম্পানি BSF। তবে CISF, SSB বা ITBP-র জন্য কোনো অতিরিক্ত আদেশ জারি হয়নি।
এছাড়া বিশেষ নিরাপত্তা জোরদার করতে উপত্যকায় থাকবে CRPF-এর এলিট CoBRA কমান্ডো ফোর্সের ২টি কোম্পানি, যারা মূলত জঙ্গল যুদ্ধ ও সন্ত্রাস দমন অভিযানে দক্ষ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ এপ্রিল মাসের ভয়াবহ পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর বাড়তি নিরাপত্তা উদ্বেগ। জানা গেছে, গত ৭ আগস্ট জম্মু ও কাশ্মীর পুলিশ কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, অমরনাথ যাত্রা শেষ হলেও সেনা মোতায়েন অব্যাহত রাখতে। অবশেষে সেই আবেদন মঞ্জুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us