সীমান্তে ১৩৫ ফুট প্রশস্ত বুন্ড ও বর্ডার পোস্ট নির্মাণে অর্থ ছাড়! কেন্দ্রের হস্তক্ষেপে স্বস্তি জমির মালিকদের

গৃহ মন্ত্রকের হস্তক্ষেপে BSF জম্মু সীমান্তে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা ছাড় করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন, ১৩৫ ফুট প্রশস্ত বুন্ড ও বর্ডার পোস্ট নির্মাণের জন্য জমির মালিকদের ক্ষতিপূরণ আগামী কয়েক দিনের মধ্যে দেওয়া হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
Jitendra Singhwe.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং টুইট করে জানিয়েছেন, গৃহ মন্ত্রকের (MHA) হস্তক্ষেপে সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) জম্মু সীমান্তে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা মুক্তি দিয়েছে। এই জমি ব্যবহার করা হবে ১৩৫ ফুট প্রশস্ত একটি বুন্ড (রক্ষাবাঁধ) এবং নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (BOP) নির্মাণের জন্য।

মন্ত্রী জানান, জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার ইতিমধ্যেই অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই এই অর্থ যথাযথ জমির মালিকদের হাতে তুলে দেওয়া হবে, জেলা প্রশাসনের মাধ্যমে। প্রতিটি জেলার ডেপুটি কমিশনারের অফিস থেকে ক্ষতিপূরণের টাকা সরাসরি জমির মালিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

BSF

ড. জিতেন্দ্র সিং টুইটে আরও লেখেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করার উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় মানুষদের অধিকার রক্ষা করা এবং উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া—এটাই আমাদের লক্ষ্য।”

সূত্রের খবর, এই প্রকল্প বাস্তবায়িত হলে জম্মু সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নিরাপত্তা পরিকাঠামো মজবুত হওয়া এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ক্ষতিপূরণের অর্থ ছাড়ের খবর ছড়িয়ে পড়তেই সীমান্তবর্তী গ্রামগুলোতে খুশির পরিবেশ তৈরি হয়েছে।