New Update
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ড কংগ্রেস ইনচার্জ গুলাম আহমেদ মীর বলেছেন, " সকাল থেকেই আমরা ভোটারদের ভালো প্রবণতা দেখেছি। আমাদের প্রথম কাজ হল ভোটাররা যাতে ভোট দিতে আসে তা নিশ্চিত করা। ৬৫-৬৬% ভোটার ভোট দিয়েছে। আমরা সারাদিন ইতিবাচক ইনপুট পেয়েছি।"
#WATCH | #JharkhandAssemblyElections2024 | Ranchi: Jharkhand Congress in-charge Ghulam Ahmed Mir says, "... From morning itself, we saw good voter trends. The first thing is to ensure that the voter comes out to vote. The turnout of 65-66% is a healthy average... We received… pic.twitter.com/SBWIZcfnEj
— ANI (@ANI) November 13, 2024
অন্যদিকে, বিজেপির তরফেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, ভোটের হার ও গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, বিজেপি ঝাড়খণ্ড সরকার গঠন করতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us