একের পর এক হানিমুনে খুন! এবার ঝাড়খণ্ডে স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু, কারণ জানলে কাঁপবেন!

ঝাড়খণ্ডে আর এক সোনাম ও রাজা রঘুবংশী। নব বিবাহিত বধূ বিষ খাইয়ে মারলেন স্বামীকে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের গড়ওয়ায় এক নববধূকে তাঁর স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত স্বামীর নাম বুধনাথ সিংহ। তিনি রাঙ্কা থানার অন্তর্গত বাহোকুন্দর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্ত্রীর নাম সুনিতা (২২)। তিনি ছত্তিশগড়ের রামচন্দ্রপুর থানার বিশুণপুর গ্রামের বাসিন্দা এবং রঘুনাথ সিংহের কন্যা। পুলিশ সূত্রে জানা গেছে, সুনিতাকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় এবং পরে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Bangladeshi Arrested

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কিছুদিন আগেই মেঘালয়ে ঘটে গিয়েছে আরেকটি ‘হানিমুন হত্যা’। সেখানেও এক নববধূ, সোনম রঘুবংশী, তাঁর স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন।

এই ধরনের একের পর এক ঘটনা সমাজে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করছে।