/anm-bengali/media/media_files/2025/07/06/army-medical-officer-2025-07-06-21-36-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনে রবিবার এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল রেলকর্মী ও যাত্রীরা। চলন্ত ট্রেনে প্রসব বেদনা শুরু হলে এক গর্ভবতী মহিলার জীবন রক্ষা ও নিরাপদ সন্তান প্রসব নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়েন রেল কর্মী ও চিকিৎসক দল।
ঘটনাটি ঘটেছে ১৫০৬৬ পনভেল-গোরখপুর এক্সপ্রেস ট্রেনে। এক ৯ মাসের গর্ভবতী মহিলা বারাবাঁকির উদ্দেশে যাত্রা করছিলেন। ট্রেন চলার সময় আচমকাই তাঁর প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে সহযাত্রীরা ‘রেল মদত’ (Rail Madad) অ্যাপের মাধ্যমে ঝাঁসি রেল কন্ট্রোল রুমে খবর দেন।
খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে রেল প্রশাসন। ট্রেন ঝাঁসি স্টেশনে পৌঁছাতেই একদল মহিলা রেল কর্মী ও সেনাবাহিনীর চিকিৎসকদলের নেতৃত্বে ঝাঁসি মিলিটারি হাসপাতালের মেজর মনোজ রোহিত দ্রুত পৌঁছে যান ঘটনাস্থলে।
তাঁদের সক্রিয় তৎপরতায় প্ল্যাটফর্মেই সফলভাবে প্রসব সম্পন্ন হয় এবং একটি কন্যাসন্তানের জন্ম হয়। স্টেশন চত্বরজুড়ে নবজাতকের প্রথম কান্না যেন আশার আলো ছড়িয়ে দেয়। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই মানবিক ঘটনার পর ঝাঁসি রেলওয়ে স্টেশন ও সেনা চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ঘটনাটি প্রমাণ করে, বিপদের মুহূর্তে প্রযুক্তি, মানবতা ও প্রশাসনিক তৎপরতা মিললে জীবন বাঁচানো সম্ভব।