"আমাকে চুপ করতে বলার আপনি কে?" — পাকিস্তানি অভিনেত্রীকে জবাব জাভেদ আখতারের

পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারিকে তীব্র কটাক্ষ করলেন জাভেদ আখতার।

author-image
Tamalika Chakraborty
New Update
javed akhtar

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারির এক বিতর্কিত মন্তব্যের জবাবে তীব্র ভাষায় প্রতিবাদ জানালেন বর্ষীয়ান ভারতীয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি বুশরা দাবি করেছিলেন, "মুম্বইয়ে মুসলমানদের কেউ ভাড়া দেয় না", পাশাপাশি তিনি বলেন, জাভেদ আখতার যেন নাসিরুদ্দিন শাহের মতো চুপ থাকেন।

এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ জাভেদ আখতার সাফ জানিয়ে দেন, “আমাকে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটা ঠিক করার আপনি কে? নাসিরুদ্দিন চুপ থাকে, তাই আমাকেও থাকতে হবে? এটা ঠিক করার অধিকার ওনাকে কে দিল?”

bushra ansari

তিনি আরও বলেন, “হ্যাঁ, আমাদের দেশে অভ্যন্তরীণ সমস্যা আছে। কিন্তু বাইরে থেকে কেউ আঙুল তুললে, আমি কখনও চুপ থাকব না। প্রথমে আমি একজন ভারতীয়।”

পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্যকে নস্যাৎ করে তিনি স্বাধীন ভারতের পটভূমিতে সিন্দি হিন্দু শরণার্থীদের যন্ত্রণার প্রসঙ্গ টেনে আনেন এবং Partition-এর দুঃসহ ইতিহাস মনে করিয়ে দেন।

জাভেদ আখতারের এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর স্পষ্ট ও তীক্ষ্ণ জবাব এখন ভাইরাল।