বাবাকে খুন করেছে জঙ্গি, মা ভিক্ষা করে পড়িয়েছেন মেয়ে—এবার সেই মেয়ের হাতে চাকরির নিয়োগপত্র! কাশ্মীরে চোখ জলে ভিজল অনুষ্ঠানের মঞ্চ!

বাবাকে জঙ্গিরা মেয়েছে, মা ভিক্ষা করে পড়াশোনা করিয়েছে, সেই মেয়ের গল্প শুনল উপত্যকাবাসীর।

author-image
Tamalika Chakraborty
New Update
kashmiri girl

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে সন্ত্রাসে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াল জম্মু-কাশ্মীর প্রশাসন। রবিবার এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাঁদের হাতে তুলে দিলেন সরকারি চাকরির নিয়োগপত্র। কয়েক দশক ধরে নিঃশব্দে যন্ত্রণা সয়ে আসা এই পরিবারগুলোর জীবনে প্রথমবার আলোর দেখা মিলল—সরকার এবার তাদের পাশে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর মনোজ সিনহা বলেন, “যারা পাকিস্তান-পুষ্ট সন্ত্রাসীদের হাতে জীবন হারিয়েছেন, তাঁদের পরিবারের কষ্ট আমরা আর উপেক্ষা করব না। এত বছর ধরে এদের কষ্ট লুকোনো হয়েছিল, ভুলে যাওয়া হয়েছিল—এবার তাঁদের সামনে আনা হচ্ছে।” তাঁর কথায়, প্রশাসনের মূল লক্ষ্য এখন এই পরিবারগুলোকে ন্যায়বিচার ও মর্যাদা দেওয়া।

d

সিনহা আরও জানান, বহু কাশ্মীরি পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন, অথচ তাঁদের পরিবারগুলোর কথা সমাজ ভুলে গিয়েছে। সেইসব পরিবারের যন্ত্রণা যেন নতুন করে সামনে আসছে।

এই অনুষ্ঠানে এলজি আরও এক হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, “এক কিশোরী আমাকে জানাল, কীভাবে তার বাবাকে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল। তার মা রাস্তায় ভিক্ষা করে মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছেন। অথচ সেই হত্যাকাণ্ডে জড়িতদের দেওয়া হয়েছে সরকারি চাকরি!” এলজির বক্তব্যে স্পষ্ট, সরকার আর এই অবিচার সহ্য করবে না।

এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই আবেগে ভেসেছেন বহু মানুষ। অনেকেই বলছেন, এতদিনে হয়তো কিছুটা ন্যায় মিলল সেইসব পরিবার যারা কেবল কষ্ট আর একাকিত্বের মধ্যেই বেঁচে ছিল।