টিউলিপের পর এবার ‘গুল-এ-দাউদ’—কাশ্মীরের সৌন্দর্যে নতুন অধ্যায়

ফুল শুধু বসন্তে নয় এবার কাশ্মীরে সারা বছর ফুল ফুটবে।

author-image
Tamalika Chakraborty
New Update
FDGT

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, কাশ্মীরে ফুল ফোটে শুধু বসন্তেই—এই ধারণা পুরোপুরি ভ্রান্ত। মুখ্যমন্ত্রী জানান, অনেকে মনে করেন গ্রীষ্মকাল শেষ হলেই কাশ্মীরের সৌন্দর্য ম্লান হয়ে যায়, কিন্তু বাস্তবে বছরের অন্যান্য ঋতুতেও এখানে ফুলের বাহার দেখা সম্ভব।

ওমর আবদুল্লাহ বলেন, “মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে গ্রীষ্মের পর কাশ্মীরে ফুল ফোটে না। কিন্তু ফ্লোরিকালচার দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেমন আমরা বসন্তে টিউলিপ গার্ডেন খুলে পর্যটন মরশুমের সূচনা করি, তেমনই এবার ‘গুল-এ-দাউদ’ বাগান খুলে আমরা সেই মরশুমকে আরও বাড়িয়ে দিতে পারি।”

Omar

তিনি আরও যোগ করেন, “আমি ফ্লোরিকালচার দফতরের সমস্ত মালি ও আধিকারিকদের অভিনন্দন জানাই। তাদের পরিশ্রমেই কাশ্মীর আবার ফুলে ফুলে ভরে উঠেছে। আমরা প্রতি বছর এই ক্রিস্যান্থেমাম বা ‘গুল-এ-দাউদ’ বাগান আরও বড় করব, যাতে পর্যটকরা সারা বছরই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারেন।”

কাশ্মীর প্রশাসনের এই নতুন উদ্যোগ পর্যটন শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে। টিউলিপ গার্ডেনের মতোই ‘গুল-এ-দাউদ’ বাগানও এখন কাশ্মীরের নতুন আকর্ষণ হতে চলেছে। রাজ্যের অর্থনীতি ও পর্যটন বৃদ্ধিতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা নেবে বলে বিশেষজ্ঞদের মত।

স্থানীয় বাসিন্দারাও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, “কাশ্মীরের সৌন্দর্য সারা বছর ধরে ফুটে উঠবে—এটাই আমাদের গর্ব।”