/anm-bengali/media/media_files/2025/07/06/udaipur-2025-07-06-21-50-55.jpg)
নিজস্ব সংবাদদাতা: কানহাইয়া লালের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘উদয়পুর ফাইলস’ আগামী ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। দিল্লি হাই কোর্টে সিনেমাটির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে মামলা করেছে জামিয়াত-উলেমা-ই-হিন্দ। শুধু দিল্লি নয়, বম্বে ও গুজরাত হাই কোর্টেও একই ধরনের মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
জামিয়াতের সভাপতি মাওলানা আরশাদ মাদানী অভিযোগ করেছেন, এই সিনেমাটি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে বদনাম করছে এবং সমাজে বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করছে।
আবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে ইসলাম এবং প্রিয় নবী হজরত মহম্মদ (সঃ)-কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য রয়েছে। এছাড়া দেওবন্দ মাদ্রাসাকে চরমপন্থার কেন্দ্রস্থল হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি সেই সমস্ত স্পর্শকাতর বিষয়ও সিনেমায় তুলে ধরা হয়েছে, যেগুলি বর্তমানে আদালতে বিচারাধীন—যেমন জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলা।
এই মামলার জেরে এখন প্রশ্ন উঠছে, আদৌ নির্ধারিত দিনে মুক্তি পাবে কি না ‘উদয়পুর ফাইলস’? এছাড়া সেন্সর বোর্ড এই ছবি নিয়ে কী পদক্ষেপ নেয়, তা নিয়ে উদ্বেগে রয়েছেন প্রযোজক ও বিতর্ক-আবিষ্ট দর্শকরা।
এদিকে, ছবির নির্মাতারা এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে সিনেমা ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে।