কাবুলে ১০০০ পরিবার পেল আশ্রয়ের টেন্ট, কুনারে ভারতের তরফে পৌঁছাচ্ছে খাদ্যসাহায্য

ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানকে সাহায্য পাঠানো হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
s jaishankar            n

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। সোমবার তিনি আফগান বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুতাক্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

afganistanearth

জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই কাবুলে এক হাজার পরিবারকে দেওয়ার জন্য টেন্ট পাঠিয়েছে। পাশাপাশি কাবুল থেকে কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, মঙ্গলবার থেকে আবার নতুন করে ত্রাণসামগ্রী আফগানিস্তানের উদ্দেশ্যে পাঠানো শুরু হবে।

আফগানিস্তানের আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জয়শঙ্কর প্রতিশ্রুতি দেন যে ভারত সবসময় দুর্যোগের সময় আফগান জনগণের পাশে থাকবে। তিনি বলেন, মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভারত কখনো পিছিয়ে থাকবে না।