“অ্যাবটাবাদে যারা লুকিয়েছিল, আজও তাদেরই ওপর ট্রাম্পের বিশ্বাস?” – জয়শঙ্করের তীক্ষ্ণ মন্তব্য

আমেরিকার ও পাকিস্তানের সম্পর্ককে তীব্র কটাক্ষ ভারতীয় বিদেশমন্ত্রীর।

author-image
Tamalika Chakraborty
New Update
trump and pakistan


নিজস্ব সংবাদদাতা: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মিত্রতা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এই দুই দেশের মধ্যে সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ওদের ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসকে অনেক সময় উপেক্ষা করা হয়। তিনি ওয়াশিংটনকে স্মরণ করিয়েছেন, যে ৯/১১ সন্ত্রাসীর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের আড়াল ছিল পাকিস্তানের অ্যাবটাবাদে।

জয়শঙ্কর আরও বলেন, “ওরা একে অপরের সঙ্গে ইতিহাস রাখে। আর সেই ইতিহাসকে উপেক্ষা করারও ইতিহাস আছে। যে সামরিক বাহিনী অ্যাবটাবাদে ঢুকেছিল, তারা সেখানে কারা ছিল, দেখেছিল?” তিনি এই মন্তব্যটি করেছেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সাম্প্রতিক মিলিটারি সম্পর্ক ও পাকিস্তানের ভারত-সীমান্ত সংঘাতের পর উভয় দেশের ঘনিষ্ঠতার প্রসঙ্গে।

s jaishankar            n

তিনি আরও উল্লেখ করেন, ২০১১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল। ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন ছিল। জয়শঙ্কর বলেন, যে সেনারা তখন ওসামাকে পাকিস্তানের ঘরের ভেতরে লুকিয়ে রেখেছিল, বর্তমান ট্রাম্পের বিশ্বাস করা সামরিক বাহিনী সেইই ছিল।

এই মন্তব্যটি আন্তর্জাতিক রাজনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় নতুন করে আলোড়ন তুলেছে।